বিগত বছরগুলোর তুলনায় বর্তমান সময়ে প্রত্যেকটা ব্যাংকের সুদের হার অনেকটাই বেড়েছে। বিনিয়োগ সবসময় ভবিষ্যতের জন্য ভালো। তবে আমরা সবসময় এটা দেখি যে কোথায় বিনিয়োগ করলে আমরা সব থেকে বেশি লাভবান হতে পারব।
আজকে আমরা সেই সমস্ত ব্যাংকগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে সমস্ত ব্যাংক ডিপোজিট এর উপরে সব থেকে বেশি ইন্টারেস্ট দিয়ে থাকে। ২০২৪ এ দাঁড়িয়ে পাবলিক সেক্টর ব্যাংকগুলো সাধারণভাবে ৭.৫০% থেকে ৮ % পর্যন্ত ইন্টারেস্ট রেট দিয়ে থাকে । কিন্তু এমন কিছু ব্যাংক আছে যারা বর্তমান সময়ে আপনাকে সব থেকে বেশি লাভবান করতে পারে।
আরও পড়ুন- পোস্ট অফিসে পাঁচ লাখ টাকায় প্রতি মাসে কত টাকা করে সুদ পাচ্ছেন
স্মল ফাইন্যান্স ব্যাংক এই সেক্টরের ব্যাংকগুলো গ্রাহকদের সবথেকে বেশি ইন্টারেস্ট দেয়। তার মধ্যে থেকে আমরা পাঁচটি স্মল ফাইন্যান্স ব্যাংক সম্পর্কে আপনাদের বলব যারা বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার বিনিয়োগের উপর সবথেকে বেশি ইন্টারেস্ট রেট আপনাকে দেবে।
1.North East SF Bank
প্রথমেই রয়েছে North East SF Bank. এই ব্যাংকে যদি আপনি আপনার অর্থ ফিক্স ডিপোজিট এর জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি রেগুলার ভাবে বছরে সর্বোচ্চ 9.00% ইন্টারেস্ট পাবেন । আপনি যদি প্রবীণ নাগরিক হন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই ইন্টারেস্ট রেট টা বেড়ে হয়ে যাবে ৯.৫০%। যার মেয়াদ থাকবে তিন বছর।
North East SF Bank | Duration | Interest Rate |
Regular | 3 Year | 9.00% |
Sr. Citizen | 3 Year | 9.50% |
2.Unity SF Bank
দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিটি এসএফ ব্যাংক । ২০২১ সালে প্রতিষ্ঠিত এই স্মল ফাইন্যান্স ব্যাংকটির রয়েছে ২৩ লাখের উপরে কাস্টমার বেস। সারাদেশে এদের ৩৭৯ টি ব্রাঞ্চ রয়েছে। আপনি যদি এই ব্যাংকে অর্থ বিনিয়োগ করেন ২ বছর ৮ মাস ২৮ দিনের জন্য, তাহলে সে ক্ষেত্রে রেগুলার ভাবে আপনি পাবেন 9.00% ইন্টারেস্ট রেট। এবং আপনি যদি প্রবীণ নাগরিক হন তাহলে সেক্ষেত্রে এই ব্যাংকটি আপনাকে ৯. ৫০% ইন্টারেস্ট রেট দেবে।
Unity SF Bank | Duration | Interest Rate |
Regular | 2 Year 8 Month 28D | 9.00% |
Sr. Citizen | 2 Year 8 Month 28D | 9.50% |
3. Suryoday SF Bank
সূর্যোদয় এসএফ ব্যাংক , এই স্মল ফাইন্যান্স ব্যাংকটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সারা দেশে প্রায় ৫৫৬ টি ব্রাঞ্চ রয়েছে। আপনি যদি এই ব্যাংকে ফিক্স ডিপোজিটে বিনিয়োগ করেন দুই বছর দুই দিনের জন্য তাহলে এই ব্যাংকটি সর্বোচ্চ 8.65 শতাংশ ইন্টারেস্ট রেট দেবে। আর যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হন তাহলে ইন্টারেস্ট রেট বেড়ে ৯. ১০ শতাংশ হয়ে যাবে।
Suryoday SF Bank | Duration | Interest Rate |
Regular | 2 Year 2D | 9.10% |
Sr. Citizen | 2 Year 2D | 8.65% |
4 . Utkarsh SF Bank
Utkarsh SF Bank , এই ব্যাঙ্কে যদি আপনি দুই বছরের জন্য ফিক্স ডিপোজিট করেন তাহলে রেগুলার ভাবে আপনি বছরে ৮.৫০ শতাংশ ইন্টারেস্ট পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য এটা ৯.১০ শতাংশ হবে।
Utkarsh SF Bank | Duration | Interest Rate |
Regular | 2 Year | 9.10% |
Sr. Citizen | 2 Year | 8.50% |
5. Shivalik SF Bank
Shivalik SF Bank এই ব্যাংকটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শিবালিক এসএফ ব্যাংকে আপনি যদি এক বছর ছয় মাসের জন্য ফিক্স ডিপোজিটেবি নিয়োগ করেন তাহলে প্রতিবছর এই ব্যাংকটি আপনাকে ৮.৫৫ শতাংশ ইন্টারেস্ট রেট দেবে। আর আপনি যদি প্রবীণ নাগরিক হন তাহলে এখান থেকে আপনি ৯.০৫ শতাংশ ইন্টারেস্ট রেট পাবেন।
Shivalik SF Bank | Duration | Interest Rate |
Regular | 1 Year 6 month | 9.05% |
Sr. Citizen | 1 Year 6 month | 8.55% |
এই যে পাঁচটি স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোর কথা আপনাদের বললাম , এই ব্যাংকগুলোতে আপনারা বর্তমান সময়ে ফিক্স ডিপোজিট এর উপর সবথেকে বেশি ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন।
তবে এখন আপনারা মনে করতে পারেন এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করা কতটা যুক্তিযুক্ত? আপনাদের টাকার সুরক্ষার কথা মাথায় রেখে একটা কথা আপনাদের জানিয়ে রাখা দরকার এই যে পাঁচটি স্মল ফাইন্যান্স ব্যাংকের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সবগুলো ব্যাংকই DICGC অনুমোদিত।
DICGC অনুমোদিত হওয়ার মানে এই যে কোন অবস্থায় যদি এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো ডুবে যায় তাহলে আর বি আই এর কাছে আপনারা পাঁচ লাখ টাকা অব্দি ইন্সুরেন্স পাবেন। অর্থাৎ এই সমস্ত ব্যাংকগুলোতে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনাদের বিনিয়োগ সুরক্ষিত।