টাকা দিয়ে টাকা কি আসলেই বাড়ানো সম্ভব? টাকা দিয়ে টাকাকে বাড়ানোর আসলে সহজ একটি ধারণা যেটাকে বলা হয় বিনিয়োগ। আপনি যদি কিছু টাকা নিয়ে একটা ব্যবসা কিংবা শেয়ার মার্কেট বা অন্য কোন জায়গায় বিনিয়োগ করেন তখন সে বিনিয়োগের মাধ্যমে আপনার টাকাটা বাড়বে। নিচে কয়েকটা সহজ উপায় দেওয়া হলো যেগুলোর মাধ্যমে আপনি আপনার টাকা বাড়াতে পারেন।
১. চক্রবৃদ্ধি সুদ (Compound Interest) ব্যবহার করা
চক্রবৃদ্ধি সুদ হল সেই প্রক্রিয়া যেখানে আপনি যে মুনাফা পান তা আবার আপনার মূলধনের যোগ হয়ে আরো বেশি মুনাফা তৈরি করতে শুরু করে। ধরুন আপনি প্রতিমাসে এক হাজার টাকা করে সঞ্চয় করেন এবং এই সঞ্চয়ের উপর আরো ১০% সুদ পান তাহলে প্রতি বছর আপনার টাকা বেড়ে চলবে। সময়ের সাথে সাথে এই টাকার উপর আরো বেশি সুধা আসবে এবং এই পুরো অংকটা ক্রমশ আরো বাড়তে থাকবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটার নাম চক্রবৃদ্ধি সুদ।
কম বয়সে কোটিপতি হতে চান ? এই পাঁচটি টিপস অবশ্যই দেখুন।
২. শেয়ার মার্কেটে বিনিয়োগ করা
শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেট এ টাকা বিনিয়োগ করলে সেটা দীর্ঘ মেয়াদে বেশ ভালো মুনাফা দিতে পারে ওখানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিনতে পারেন। কোম্পানি যদি ভালো করে তাহলে আপনার শেয়ারের দাম বাড়বে আর তখন আপনি সেটি বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবেন। তবে শেয়ার মার্কেটে বিনিয়োগেও ঝুঁকি থাকে তাই ভালোভাবে শিখে এবং বুঝে বিনিয়োগ করাটাও অত্যন্ত জরুরী।
৩. ব্যবসাতে বিনিয়োগ করা
যদি আপনার কোন ব্যবসায়িক ধারণা থাকে বা অন্য কারো ব্যবসায় অংশীদার হতে পারেন, তবে ব্যবসার মাধ্যমে টাকা বাড়ানো সম্ভাবনা থাকে। ধরুন আপনি কোন ছোট ব্যবসায় বিনিয়োগ করলেন এবং সেই ব্যবসায় আপনার লাভ হল তাহলে আপনার বিনিয়োগের উপরও লাভ আসবে। এটি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এবং লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।
৪. মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ
মিউচুয়াল ফান্ড হলো এমন একটা পদ্ধতি যেখানে আপনার টাকা বিভিন্ন স্টক বন্ড এবং অন্যান্য বিনিয়োগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এখানে যোগ কি কমে যায় কারণ একাধিক জায়গায় এই টাকাটা বিনিয়োগ করা হয়ে থাকে। আর স্টক মার্কেট এক্সপার্টরা এই ফান্ডগুলো পরিচালনা করে থাকেন। তাই যারা বিনিয়োগ সম্পর্কে খুব একটা বেশি জানেন না তাদের জন্য মিউচুয়াল ফান্ড খুব ভালো একটা অপশন হতে পারে।
৫. ফিক্সড ডিপোজিট ও এফডিআর
ফিক্সড ডিপোজিট এটা এমন একটা স্কিম যেখানে নির্দিষ্ট সময়ের জন্য আপনার টাকা রাখা থাকে এবং এই স্কিম অনুযায়ী নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মুনাফা পাওয়া যায়। এটা ঝুঁকিহীন, অর্থাৎ আপনি নিশ্চিত থাকবেন যে টাকাটা অবশ্যই বাড়বে এবং আপনি মুনাফা পাবেন। তবে এখানে মুনাফার হার কম।
৬. নিজের দক্ষতা বাড়ানোর জন্য বিনিয়োগ করা
নিজের টাকা দিয়ে শুধু ব্যবসা কিংবা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হবে এমনটা নয়। আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য নিজের অর্থ বিনিয়োগ করতে পারেন। যেটাকে বলা হয় সেল্ফ স্কিল ডেভেলপমেন্ট। নতুন নতুন বিভিন্ন কোর্স করার মাধ্যমে নিজের দক্ষতাকে আরও বাড়িয়ে নেওয়া এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আরো অর্থ উপার্জন করা এটাকে বলা হয় নিজের উপর বিনিয়োগ। আপনি যদি উচ্চ শিক্ষার মাধ্যমে নিজেকে কোন বিষয়ের উপর অনেক বেশি দক্ষ করে তুলতে পারেন তাহলে ভালো চাকরি কিংবা নিজের কাজের মধ্য দিয়ে আপনি বেশি টাকা আয় করতে পারবেন।
টাকা দিয়ে টাকা বাড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো সঠিকভাবে বিনিয়োগ করা।
প্রতিটা বিনিয়োগের জন্য কিছু কিছু ঝুঁকি থাকে। তাই নিজের উপার্জন এবং নিজের প্রয়োজন সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে তারপর বিনিয়োগ করা উচিত। ধৈর্য ধরে এবং সঠিক জায়গায় বিনিয়োগ করলে আপনার টাকা সময়ের সাথে সাথে আরো বাড়বে। আমরা চাই আপনারা সবাই এক সময় বিনিয়োগকারী হয়ে উঠুন।