৫ আগস্ট বাংলাদেশে ছাত্রদের গন আন্দলনের পর ভারতের সাথে বাংলাদেশ এর সম্পর্ক অনেকাংশে খারাপ হয়ে পড়ে । বাংলাদেশ এর কিছু দুষ্কৃতিরা , ভারতীয় হাই কমিশনের উপর হামলা করে। এমত অবস্থায় ভারতীয়ও হাই কমিশন বাংলাদেশের নাগরিক দের টুরিস্ট ভিসা দেওয়া বন্দ করে দেয় । পাশাপাশি অন্যান্য ভিসাতে সল্প পরিসরে কার্যক্রম করতে থাকে। যাতে করে ভ্রমন কিংবা ডাক্তার দেখতে যাওয়ার জন্য বেশির ভাগ মানুষ ভোগান্তির মধ্যে পড়ে ।
সম্প্রতি কালে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে , আগামি মার্চ মাসের মধ্য থেকে সব রকম ভিসার কার্যক্রম স্বাভাবিক করা হবে । তবে যাচাই করে দেখার মত কোন মাধ্যমে এরকম খবর দেখা যায় না।
তবে ভারতীয় দুতাবাসের পক্ষ থেকে সাফ জান্যে দেওয়া হয়েছে যে , টুরিস্ট ভিসা কবে থেকে চালু করা হবে তা নিয়ে কোন সুস্পষ্ট ধারনা নেই। টুরিস্ট ভিসা বাদ দিয়ে বাংলাদেশীদের জন্য মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা দেওয়ার কার্যক্রম সিমিত পর্যায়ে ছালু আছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এমন ভাবেই চলতে থাকবে।