বর্তমান সময়ে, আমাদের প্রধান অর্থ আয়ের রাস্তার পাশা পাশি, যদি কিছু বাড়তি আয় করা যায় তাহলে মন্দ কোথায়? তবে এমনি এমনি তো বাড়তি আয় আসবে না।
কিছু বাড়তি আয়ের জন্য Fixed deposite এ বিনিয়োগ একটি অন্যতম মাধ্যম। তবে কোথায় কোন ব্যাংকে, কোন স্কিম ?
পোষ্ট অফিস এ বিনিয়োগ আমাদের দেশে অন্যতম সেফ বিনিয়োগ এর মধ্যে ধরা হয়। পোষ্ট অফিস এ অনেক ধরনের স্কিম রয়েছে। তবে মাসে মাসে ইন্টারেস্ট এর টাকা তোলার জন্য আপনাকে Post Office এর Mis – Monthly income Sceme এ বিনিয়োগ করতে হবে।
পোষ্ট অফিস এ এই স্কিম এ বিনিয়োগের নূন্যতম সময়সীমা ৫ বছর, তার কম সময় এর জন্য করা যাবে না। সাধারণ ভাবে ১৮ বছর ঊর্ধ যে কেউ পোষ্টোফিস এ সেভিংস একাউন্ট করে , তারপর Mis করতে পারবে। তবে এখানে যত খুশি টাকা আপনারা বিনিয়োগ করতে পারবেন না। এক নামে নূন্যতম ১০০০ (এক হাজার) থেকে ৯০০০০০( নয় লক্ষ) টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
ইন্টারেস্ট রেট কত থাকছে ?
৫ বছর মেয়াদী Mis স্কিমে আপনি যদি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে সাধারণ ভাবে আপনারা শতকরা ৭.৪০% বার্ষিক অর্থাৎ সহজ ভাবে ১০০০ টাকা তে প্রতি মাসে ৬০ টাকা পাবেন।
post office monthly income scheme for senior citizens
যদি আপনার বয়স ৬০ উর্ধ হয় তাহলে আপনাকে বার্ষিক সর্বোচ্চ ৮.২% সুদ দেওয়া হবে।
এখন বিষয় হলো আপনি যদি ৯ লক্ষ টাকা Mis এ বিনিয়োগ করেন তাহলে সাধারণ ভাবে আপনি প্রতি মাসে ৭.৪০% বার্ষিক হারে ৫৫০০ টাকা পাবেন। এবং আপনি যদি ৬০ ঊর্ধ্ব অর্থাৎ, সিনিয়ার সিটিজেন হন তাহলে আপনি বার্ষিক ৮.২০% হারে ৬১৫০ টাকা পাচ্ছেন।