রোজভ্যালির টাকা আমানতকারীদের ব্যাংকে ঢুকা শুরু হয়েছে কিভাবে চেক করবেন দেখে নিন। Rose valley money refund

রোজ ভ্যালিতে যারা টাকা আমানত করেছিলেন তাদের জন্য দারুন এক সুখবর- রোজভ্যালি টাকা ব্যাংকে ঢোকা শুরু হয়েছে তো আসুন দেখে নেই কিভাবে আপনারা চেক করবেন যে আপনারা কবে কিভাবে টাকা পাবেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি The Rose Valley Assets Disposal Committee বলে একটা কমিটি গঠন করা হয় এই কমিটির কাজ হয় যারা রোজ ভ্যালিতে টাকা আমানত করেছিল তাদের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করা এবং সার্টিফিকেট যাচাই করে আমানতকারীদের একাউন্টে আমানতকৃত অর্থ ফেরত দেওয়া।

কিভাবে চেক করবেন

আপনি যদি রোজ ভ্যালীতে টাকা আমানত করে থাকেন তাহলে আপনারা প্রথমে এই The Rose Valley Assets Disposal Committee ওয়েবসাইটটিতে চলে আসুন তারপর আপলোড সার্টিফিকেট অপশনে গিয়ে আপনাদের সার্টিফিকেটের ডিটেইলসহ রেজিস্ট্রেশন করে ফেলুন। বর্তমান সময়ে অবধি ২৮ লক্ষ ৯০ হাজারের বেশি সার্টিফিকেট জমা নিয়েছে এই কমিটি।, খুব শিগগিরই তারা যাচাই-বাছাই করে সমস্ত আমানতকারীদের অর্থ ফেরত দেবে।

যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা এই লিংকে LINK ক্লিক করে আপনাদের সার্টিফিকেটের নাম্বার দেওয়ার পর ক্লিক করলেই দেখতে পাবেন, আপনাদের নাম সার্টিফিকেটের নম্বর একনলেজমেন্ট নম্বর সহ আপনারা কত টাকা আমানত করেছিলেন সবকিছুই দেখিয়ে দেবে।

Rose valley money refund Status Check Process.

এবং স্ট্যাটাসে লেখা থাকবে Payment Already made for this certificate Number যদি এই লেখাটা আপনাদের ক্ষেত্রেও একই রকম দেখায় তাহলে বুঝবেন খুব শিগগিরই আপনাদের একাউন্টে আপনাদের আমানতকৃত অর্থ চলে আসবে।

Leave a Comment