শিগ্রই কি বন্ধ হয়ে যেতে চলেছে আপনাদের রেশন কার্ড কেন? হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে সেই সব রেশন কার্ড যেসব রেশন কার্ড এ আধার কার্ডের সঙ্গে লিংক করা নেই।
রেশন কার্ড দিয়ে আর রেশন তোলা যাবে না যদি আপনারা নিজেদের রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক না করেন। আমি এখানে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা ঘরে বসে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে ফেলবেন খুব সহজে।
আর পড়ুন ঃ KISAN benificiary List 2024 check
কিভাবে আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে লিংক করতে হবে?
গুগলে গিয়ে সার্চ করুন Aadhaar & Ration Link গভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর যে ওয়েবসাইটের সর্বপ্রথমে আসবে সেটা খুললেই আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করার অপশন দেখতে পাবেন।
যারা গুগল সার্চ করতে পারবেন না তাদের জন্য লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম – Aadhaar & Ration Link check
রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে হবে, যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করবেন সেই রেশন কার্ডের সমস্ত স তথ্য দেখতে পারবেন। এবার ঠিক নিচেই আধার কার্ডের নম্বর বসানোর একটা ঘর দেখতে পাবেন। সেখানে নিজেদের আধার কার্ড নম্বর বসিয়ে লিংক বাটনে ক্লিক করলেই আধার কার্ডের যে ফোন নম্বর অ্যাড করা রয়েছে সেখানে ওটিপি যাবে। ফোন নম্বর থেকে পাওয়া ওটিপি বসিয়ে দিলেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। আপনারা যদি করিয়ে না থাকেন তাহলে অবশ্যই এই কাজটি করিয়ে নিন।