How to download the WBSEDCL bill View PDF?
WBSEDCL এর আন্ডারে যেসব গ্রাহকরা রয়েছে, ভুলবশত যদি আপনাদের কারেন্ট বিল হারিয়ে যায় তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। খুব সহজেই ডুপ্লিকেট কারেন্ট বিল বের করতে পারবেন।
চলুন দেখে নেই কিভাবে ডুপ্লিকেট কারেন্ট বিল বের করবেন। সর্বপ্রথম ডুপ্লিকেট কারেন্ট বিল বের করার জন্য আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো আপনাদের Consumer Id নাম্বার, এটা মিটারের আইডিও বলা হয়। এবং Installation নম্বর।
তো দেখুন এই দুটো নম্বর কোথায় কোথায় পাওয়া যাবে আপনাদের কাছে যদি পুরনো কোন কারেন্ট বিল থাকে তাহলে এই নাম্বার গুলো আপনারা পেতে পারবেন অথবা যখন নতুন মিটার ইনস্টলেশন হয় সেই সময় যে সমস্ত ডকুমেন্ট আপনাদের দেয়া হয় তার মধ্যেও এই নাম্বার গুলো থাকে।
আর পড়ুন : কিভাবে আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে লিংক করতে হবে?
ডেমো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কোনটাকে Consumer Id বলা হয় এবং কোনটাকে Installation নম্বর বলা হয়।
এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হল, আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে নিচের দেওয়া লিংকে। link – WBSEDCL bill view download
WBSEDCL Electric bill check online: এটা হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন ভিউ বিল View Bill বলে লেখা রয়েছে। তার নিচেই কনজিউমার আইডি এবং ইনস্টলজেশন নাম্বার এন্ট্রি করার জায়গা রয়েছে।
প্রথমে আপনারা Consumer Id এবং তারপর Installation নম্বর নাম্বার এন্ট্রি করবেন।
তারপরে দেখবেন ক্যাপচা ইমেজ দেওয়া আছে ক্যাপচা ইমেজ টা সঠিকভাবে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলেই আপনার বিগত তিন মাসের কারেন্ট বিল আপনারা দেখতে পাবেন।
সেখানে প্রত্যেক মাসের বিল আলাদা আলাদা ভাবে পিডিএফ আকারে দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন।