পোস্ট অফিসে পাঁচ লাখ টাকায় প্রতি মাসে কত টাকা করে সুদ পাচ্ছেন ? MIS, Post Office Monthly Income Sceme.

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিনিয়োগ করা খুব জরুরী একটা জিনিস। তার থেকে বড় কথা কোথায় বিনিয়োগ করবেন ? এটা নিয়ে কিন্তু সবার মনে একটা কনফিউশন অবশ্যই থাকে । সরকারি বেসরকারি খাতের সকল ব্যাংক নানা রকম ভাবে অফার দেয়। কিন্তু সব ব্যাংকে টাকা রাখা কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ আমাদের মনে হয়। তবে সে ক্ষেত্রে পোস্ট অফিস ব্যাংকে টাকা রাখা আমাদের কাছে অনেক নিরাপদ বলে মনে হয়। তাহলে চলুন দেখে নেই আপনার কাছে যদি এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা কিংবা তার বেশি টাকা থাকে তাহলে পোস্ট অফিসের কোন স্কিম আপনাকে কত টাকা দিচ্ছে।

আগের তুলনায় বর্তমান সময়ে সব ব্যাংকই তাদের ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। পোস্ট অফিসেও তার ব্যতিক্রম হয়নি। এখানেও কিছু কিছু বিনিয়োগ ক্ষেত্রে ইন্টারেস্ট রেট আগের তুলনায় বেড়েছে।

মাসিক আয়ের হিসাব Monthly Income Account​​

Post Office interest rates table 2024

পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় একটি স্কিম সেটা হলো Monthly Income Account​​। সহজ করে এটাকে এমআইএস বলা হয়। এর সুবিধা হল আপনি যে টাকাটা এই স্কিমের মাধ্যমে বিনিয়োগ করবেন তার যে লোভ্যাংশটা ব্যাংক আপনাকে প্রদান করবে সেটা প্রতি মাসে আপনার সেভিংস একাউন্টে চলে আসবে। এবং প্রতি মাসে আপনি একইভাবে টাকা পেতে থাকবেন।

এখন কথা হল এই মান্থলি ইনকাম স্কিমে আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন? সাধারণভাবে অন্যান্য সকল ব্যাংকে আপনি যে কোন এমাউন্ট সেটা যত বেশি হোক না কেন বিনিয়োগ করতে পারেন। কিন্তু পোস্ট অফিসের এই স্কিমে আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন। আর যদি আপনার জয়েন্ট একাউন্ট হয় সেক্ষেত্রে আপনি ১৫ লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন।

চলুন এখন দেখে নেই ব্যাংক আপনাকে প্রতিমাসে আপনার বিনিয়োগের উপর কত পারসেন্ট ইন্টারেস্ট অফার করছে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন যদি আপনি পাঁচ লক্ষ টাকা এই মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করেন তাহলে পোস্ট অফিস থেকে আপনাকে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট দেবে। আরও সহজ করে বলে দেই আপনি যদি 10 হাজার টাকা রাখেন তাহলে ব্যাংক আপনাকে প্রতি মাসে ৬২ টাকা করে সুদ দেবে। আর আপনার বয়স যদি ৬০ বছরের উপরে হয় মানে আপনি যদি সিনিয়র সিটিজেনের আওতায় পড়েন তাহলে আপনাকে প্রতিমাসে ৮ টাকা ২০ পয়সা শতাংশ হারে ইন্টারেস্ট দেবে.

হিসাবটা ঠিক এইরকম – Monthly Income Sceme

বিনিয়কৃত অর্থের পরিমাণ প্রতি মাসে প্রাপ্ত সুদ
10000 – ১০ হাজার62 – 7.4%
300000 – ৩ লাখ1860 – 7.4%
500000 – ৫ লাখ3080 – 7.4 %
উপরে যে হিসাবটা আমি আপনাদের দেখালাম সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনি যদি পাঁচ লাখ টাকা এই স্কিনে বিনিয়োগ করেন তাহলে পোস্ট অফিস আপনাকে কত টাকা দেবে।

Leave a Comment