PM KISAN Benificiary List 2024 Download কৃষকদের জন্য এই এক দারুন সুখবর, PM KISAN NIDHI SAMMAN এই প্রকল্পের ১৮ তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব কৃষকদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন। গত পাঁচই অক্টোবর মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী এই প্রকল্পের টাকা ট্রান্সফার করেন।
আপনারা যদি এই প্রকল্পের টাকার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন এবং আপনাদের একাউন্টে যদি এই টাকা এখনো না এসে থাকে তাহলে ঘরে বসেই আপনারা এখন চেক করে নিতে পারবেন। যে সমস্ত কৃষক বন্ধুরা এই প্রকল্পের টাকা পাবেন তাদের নাম তালিকাভুক্ত হয়ে গ্রাম ভিত্তিক লিস্ট তৈরি হয়েছে। এবং সেটি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আছে। আপনারা চাইলে এখনি নিজেদের মোবাইল দিয়ে সেটি চেক করতে পারেন। আসুন দেখে নিয়ে কিভাবে চেক করবেন।
কিভাবে চেক করবেন PM KISAN benificiary List
যে সমস্ত কৃষক বন্ধুরা PM KISAN benificiary List 2024 Download করে দেখতে চাইছেন তারা কিভাবে দেখবেন যে তাদের নিজের নাম এই লিস্টে আছে কিনা সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো।
প্রথমে চলে যেতে হবে আপনাদেরকে গুগলে, Google এ গিয়ে সার্চ করতে হবে PM KISAN benificiary List। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনাদের ক্লিক করে ওয়েবসাইটের ভেতরে যেতে হবে।
Link – check your Name In PM KISAN Benificiary list 2024
আপনাদের এত কষ্ট করতে হবেনা আমি আপনাদেরকে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিংকে গিয়ে একটু স্ক্রল করলে দেখতে পাবেন Benificiary List বলে একটা বাটন আছে লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। এই লিংকে ক্লিক করলেই আপনাদের সামনে অন্য একটি পেজ ওপেন হয়ে যাবে। Check your name link এখানে
আপনার বিভাগের নাম দিতে হবে আপনি কোন জেলায় বসবাস করেন সেটা দিতে হবে সাব ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রামের নাম দিয়ে, গেট রিপোর্টে ক্লিক করলেই আপনার সামনে আপনার গ্রামের কোন কোন কৃষক বন্ধুরা PM KISAN benificiary List এ রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। খুব সহজে একটি কাজ আপনারা খুব সহজেই বাড়িতে বসে এটা চেক করে নিতে পারেন।